ইমার্জিং দলের দুশ্চিন্তা ফিল্ডিং

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাজে ফিল্ডিং যেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বয়সভিত্তিক ক্রিকেট, 'এ' দল, ইমার্জিং দল, জাতীয় দল; বাংলাদেশের সব পর্যায়ের ক্রিকেটে একমাত্র দুশ্চিন্তার নাম ফিল্ডিং। এসএ গেমসে যোগ দেয়ার আগে বাংলাদেশ ইমার্জিং দলের কোচ চাম্পাকা রামানায়েকও দলের ফিল্ডিং নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়।
পাকিস্তানের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ফিল্ডিং ছিল ভয়াবহ। সেই ম্যাচে ইয়াসির আলী চৌধুরীর একাই ফেলেছেন তিনটি ক্যাচ। ২৪ রানে পাকিস্তানি ব্যাটসম্যান রোহাইল নাজিরের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান ১১১ বলে ১১৩ রানের ইনিংস পাকিস্তানকে ৩০১ রানের বিশাল সংগ্রহ এনে দেন।

সেই ম্যাচের শেষের দিকে আরও দুইটি ক্যাচ ফেলে দেন ইয়াসির। গুরুত্বপূর্ণ ম্যাচে একটি ক্যাচ মিসের মাশুল যে কত বড় হতে পারে আরও একবার প্রমাণ পায় বাংলাদেশ। তাই এসএ গেমসে যাওয়ার আগে ফিল্ডিংয়ের প্রতি বেশি জোর দিচ্ছেন ইমার্জিং দলের কোচ চাম্পাকা।
বুধবার (২৭ নভেম্বর) মিরপুরে তিনি বলেন, 'ফিল্ডিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত। কারণ আমাদের ফিল্ডিংয়ে আরও বেশি উন্নতি করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে হলে ফিল্ডিংয়ে উন্নতি করা খুবই জরুরি। আমরা এই জায়গায় কাজ করছি।'
আগামী ১ ডিসেম্বর থেকে নেপালে শুরু হবে এসএ গেমস। যেখানে ক্রিকেটে বাংলাদেশের হয়ে অংশ নেবে ইমার্জিং দল।