কখনো সম্মান পাইনিঃ গেইল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে খুবই খারাপ সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। যার ফলে সকলের কাছে বোঝা তিনি। এমনকি ব্যর্থ হলে প্রাপ্য সম্মানটুকুও পান না ক্যারিবিয়ান বাঁহাতি এই ব্যাটসম্যান। আবেগ এবং ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এমনটাই জানান গেইল।
চলমান দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজানসি লিগে জোযি স্টার্সের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। টুর্নামেন্টে দলও রয়েছে খারাপ অবস্থানে। এখন পর্যন্ত একটি ম্যাচও জেতেনি ৬ ম্যাচ খেলা জোযি স্টার্স। প্রথম ৬ ম্যাচের জন্যই গেইলের সঙ্গে চুক্তি করেছে দলটি। শুধুমাত্র বিদায়ী ম্যাচে ৫৪ রানের ইনিংস খেলতে পেরেছেন তিনি।

গেইলের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই সমালোচনায় ফেলছে তাঁকে। যা মানতে পারছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বছরের পর বছর তিনি। ক্যারিয়ারের শেষ বেলায় সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
৪০ বছর বয়সী গেইল বলেন, 'আমি শুধু এই দলের কথা বলছি না। এতো বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এটা আমি পর্যবেক্ষণ করেছি। ক্রিস গেইল সবসময়ই দলের বোঝা, যদি আমি টানা দুই-তিন ম্যাচে রান না করি। মনে হয় শুধুমাত্র এই একজনই দলের বোঝা। বাজে কথা শুনতে হয়। মানুষ মনে রাখে না আমি তাদের জন্য কী করেছি। আমি সম্মান পাই না।'
'এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে বলছি না। সবার কথা বলছি। এমনকি ক্রিকেটার, ম্যানেজমেন্ট, প্রধান ম্যানেজমেন্ট, বোর্ডের সদস্যরাও; যাদের কাছ থেকে ক্রিস গেইল কখনো সম্মান পায়নি। যখনই ক্রিস গেইল ব্যর্থ হয়, তখন তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়, সে ভালো না, সে সবচেয়ে বাজে ক্রিকেটার এবং আরও কতো কথা হয়। আমি এই জিনিসগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি এবং আমি প্রত্যাশাই করি এমন কিছু এবং এই নিয়েই আমার বসবাস।' যোগ করেছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। ৪০০ ম্যাচ খেলা বিধ্বংসী এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে ১৩১৫২ রান। সীমিত ওভারে এই ফরম্যাটে তাঁর কাছাকাছিও নেই বিশ্বের আর কোনো ব্যাটসম্যান। তবু সকলের কাছে বোঝার মতো তিনি!