ঝুঁকি নিয়ে বিপিএল খেলবেন মাশরাফি?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন এই ডানহাতি পেসার। তবে বিপিএলে ঝুঁকি নিয়ে খেলতে হতে পারে মাশরাফিকে।
বিপিএলে মাঠে ফেরার জন্য সপ্তাহখানেক আগে অনুশীলন শুরু করেন মাশরাফি। কিন্তু জিম সেশন করার সময় কোমরে চোট পান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যে কারণে বিপিএলে ঝুঁকি নিয়ে খেলতে হতে পারে তাঁকে।

যদিও চোট থেকে সেরে ওঠতে সম্পূর্ণরূপে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাশরাফি। কিন্তু ব্যস্ততার কারণে রিহ্যাবে সম্পূর্ণ সময় দিতে পারছেন না বাংলাদেশের দলের অন্যতম সফল এই অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাশরাফির চোট সেরে ওঠার পেছনে বড় ভূমিকা পালন করবে পুনর্বাসন প্রক্রিয়া।
দেবাশীষ চৌধুরী বলেন, `আমরা আশা করছি ওর ঠিক হয়ে যাওয়া উচিত। যে সময় সে আঘাত পেয়েছে, আর সেরে ওঠার জন্য যতটুক সময় পেয়েছে তাতে আশা করা যায় সে ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে ওর বড় ভূমিকা রাখবে ওর পুনর্বাসন প্রক্রিয়াটা। যত বেশি সময় দিতে পারবে তত বেশি ওর জন্য সহজ হবে ফিরে আসা।`
দেবাশীষ চৌধুরী আরো বলেন , 'মাশরাফি মোটামুটি চেষ্টা করছে নিজের রিহ্যাব প্রোগ্রামটা চালিয়ে নেয়ার জন্য। আজকেও সে ফিজিও থেরাপি এবং জিম সেশন করেছ। তবে আমরা যেভাবে চাচ্ছি তাকে সময় দিতে রিহ্যাবের জন্য সেভাবে সে সময় দিতে পারছে না। ওর ব্যথা কমে আসছে আগে থেকে কিন্তু পুরোপুরি সেরে গেছে এটা বলা যাবে না। ও যদি ব্যস্ততার বাইরে আরেকটু সময় দিতে পারত তাহলে আরেকটু তাড়াতাড়ি সেরে উঠতো।'
এর আগে অবশ্য আরও একটি চোট পেয়েছিলেন মাশরাফি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করার সময় কুঁচকিতে আঘাত পান তিনি। যদিও সে চোট গুরুতর ছিল না বলে নিশ্চিত করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যমুনা ব্যাঙ্ক ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। যদিও বিপিএল প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে ডান পাননি এই পেসার। কিন্তু পঞ্চম রাউন্ডে গিয়ে মাশরাফিকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন। কিন্তু তাকে নেয়ায় অতিরিক্ত ফি দিতে হবে ঢাকাকে।