বঙ্গবন্ধু বিপিএলে দল পেলেন এবাদত

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন এবাদত হোসেন। সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল সিলেট থান্ডার ডানহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে। সিলেট থান্ডারের ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে এবাদতকে দলে নেয়নি কোনো দল। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে সন্তোষজনক পারফরম্যান্স দেখিয়ে সিলেটের নজরে এসেছেন তিনি।

ইন্দোরে কিছুটা নিষ্প্রভ থাকলেও গোলাপি বলের টেস্টে দারুণ ছিলেন এবাদত। প্রথম টেস্টে এক উইকেট নেয়া এই পেসার দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৩ উইকেট। ড্রাফটের বাইরে থেকে ক্রিকেটার নেয়ার সুযোগ থাকায় এবাদতকে দলে নেয় সিলেট থান্ডার।
প্লেয়ার্স ড্রাফট থেকে ১৪ জন ক্রিকেটারকে দলে নিয়েছে সিলেট। বোলিং শক্তি বাড়াতে ঘরের ছেলে এবাদতকে দলে নিয়েছে তারা।
সিলেট থান্ডার স্কোয়াডঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু , সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন, শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)।