জুটি ভাঙ্গলেন মেহেদী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তান। শিরোপার লড়াইয়ের এই ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
জুটি ভাঙ্গলেন মেহেদীঃ ২ উইকেট হারানোর পর দলের দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়েছিলেন রোহেল এবং ইমরান। নিজেদের মধ্যে শত রানের জুটি গড়ার পাশাপাশি ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তারা। তবে তাদের ১১৭ রানের ১১৭ রানের জুটি ভেঙ্গেছেন অফ স্পিনার মেহেদী হাসান। ইমরান রফিককে ৬২ রানে বিদায় করেন এই স্পিনার।

জুটি গড়ছে পাকিস্তানঃ ৪১ রানে দুই উইকেট হারালেও সাউদ শাকিল এবং রোহেল নাজিরের ব্যাটে দলীয় ১০০ পার করেছে পাকিস্তান। এই মুহূর্তে উইকেটের খোঁজে রয়েছে স্বাগতিকরা।
সুমনের দুই উইকেটঃ টসে হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে শুরুতেই বিপদে ফেলে দেন পেসার সুমন খান। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই ওপেনার উমাইর ইউসুফকে বিদায় করেন তিনি। এরপর দলীয় ৪১ রানে আরেক ওপেনার হায়দার আলীকে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান সুমন।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৫৯/২ (৩৩ ওভার)
(নাজির ৬০) (২/২৭)