ওয়ার্নার-বার্নসের ব্যাটে দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলারদের পর এবার দাপট দেখাচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে দলকে লিড এনে দিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন ৭২ রানের লিড নিয়ে শেষ করেছে স্বাগতিকরা।
প্রথম দিনই পাকিস্তানকে ২৪০ রানে অলআউট করে দেন অজি পেসাররা। আসাদ শফিক সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন। ৪ উইকেট নেন মিচেল স্টার্ক, ৩টি নিয়েছেন প্যাট কামিন্স।
দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখান দুই ওপেনার ওয়ার্নার এবং বার্নস। প্রথম দুই সেশন উইকেট শূন্য কাটায় অজিরা। হাফ সেঞ্চুরি করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন দুই ওপেনার।

১৮০ বলে বাঁহাতি ওয়ার্নার সেঞ্চুরি তুলে নিলেও আক্ষেপে পুড়তে হয় বার্নসকে। ৯৭ রানে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। দুই ওপেনার অস্ট্রেলিয়াকে এনে দেন ২২২ রানের জুটি। বার্নসের বিদায়ের পর ওয়ার্নারের সঙ্গে জুটি গড়েন তিনে নামা মার্নাস ল্যাবুশানে।
দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন তাঁরা দুইজন। ওয়ার্নার ২৫৭ বলে ১৫০ রান করেছেন। ৯১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ল্যাবুশানে। শেষ পর্যন্ত ১৫১ রানে ওয়ার্নার এবং ৫৫ রানে ল্যাবুশানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ৮৭ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৩১২ রান।
পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইয়াসির শাহ্।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৮৬.২ ওভারে ২৪০/১০ (আসাদ ৭৬, আজহার ৩৯; স্টার্ক ৪/৫২, কামিন্স ৩/৬০)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৮৭ ওভারে ৩১২/১ (ওয়ার্নার ১৫১*, বার্নস ৯৭; ইয়াসির শাহ্ ১/১০১)।