ভারতীয় পেসারদের তোপের মুখে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথম দিবা রাত্রির টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ভারত। শুক্রবার (২২ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
লন্ডভন্ড বাংলাদেশের টপ অর্ডারঃ

ব্যাটিং করতে নেমে গোলাপি বলের বিপক্ষে শুরুটা দেখে শুনেই করেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক এবং ইমরুল কায়েস। প্রথম ছয় ওভার অনেকটা সাবধানী ব্যাটিং করেছেন দুজন। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে এসে ইশান্ত শর্মার প্রথম বলে রিভিউ নিয়ে বাচলেও তৃতীয় বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন ইমরুল।
৪ রান করে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। খানিক পর উমেশ যাদবের বলে স্লিপে রহিত শর্মার দুর্দান্ত ক্যাচে ৭ বলে ০ রানে বিদায় নেন অধিনায়ক মমিনুল হক। এর দুই বল পরে বোল্ড হন মোহাম্মদ মিঠুন। ইনিংসের ১২তম ওভারে মোহাম্মদ শামির বলে ইনসাইড এজে বোল্ড হন মুশফিকুর রহিম। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২৬/৪ (১২ ওভার)
(সাদমান ২১) (উমেশ ২/৪)