ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডাক পেয়েছেন ভুবনেশ্বর-কুলদিপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার এবং চায়নাম্যান কুলদিপ যাদব।
গত বছর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন ভুবনেশ্বর। শেষবার ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ছিলেন তিনি। ভুবনেশ্বরের জন্য সিরিজটি নিজেকে ফিট প্রমাণ করার মিশন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। আসন্ন এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন পেসার মোহাম্মদ শামি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকা শার্দুল ঠাকুর এবং খলিল আহমেদকে বাদ দেয়া হয়েছে আসন্ন এই সিরিজ থেকে। অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে দলে রাখা হয়েছে রবিন্দ্র জাদেজাকে। দলে জায়গা ধরে রেখেছেন শিভাম দুবে এবং দিপক চাহার।
৬ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
ভারতের ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পাণ্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, কেদার যাদব, রবিন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পাণ্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।