promotional_ad

ক্রিকেটারদের মাঝে দায়বদ্ধতার অভাব দেখছেন পাপন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটের প্রতি নিবেদনে ভারতীয়দের ধারে কাছেও নেই বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিশ্রুতিতেও ভারতের ক্রিকেটারদের থেকে পিছিয়ে বাংলাদেশিরা। যে কারণে ঘরোয়া ক্রিকেট উন্নত করেও ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না, মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


চিন্তাধারায়ও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বিস্তর পার্থক্য উপলব্ধি করছেন বিসিবি সভাপতি। জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেট বা স্কুল ক্রিকেট খেলতেই ভারতীয়রা যে কঠোর পরিশ্রম করেন তাতে রীতিমত বিস্মিত পাপন।



promotional_ad

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর এক ফোঁটা কমিটমেন্টও দেখেন না বিসিবি প্রধান। শনিবার বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমন পার্থক্য তুলে ধরেন পাপন।


তিনি বলেন, 'শুধু ভালো পিচ বা কন্ডিশন তৈরি করে লাভ হবে না। খেলোয়াড়দের মধ্য থেকেও অনেক কিছু আসতে হবে। ওদের খেলোয়াড়দের চিন্তাধারাই অন্যরকম। ওদের মন প্রাণ, জীবনের সব কিছুই ক্রিকেট। একটা ছেলে জাতীয় দলে সুযোগ পাবে কি না তা নিয়ে ওরা চিন্তাও করে না।'


'একটা বাচ্চা ছেলে স্কুল দলে সুযোগ পাবে এটাই ওদের উচ্চাকাঙ্ক্ষা। রঞ্জি ট্রফিতে খেলতে হবে, তার জন্য জান দিয়ে দিচ্ছে। দিন-রাত কষ্ট করছে। জাতীয় দলের চিন্তাই করে না। এতো শৃঙ্খল, এতো নিয়ম কানুন মানে ওরা! আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাই না।'



ঘরোয়া ক্রিকেট উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিসিবি। তবু নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারছেন ক্রিকেটাররা। পাপনের চোখে, যা ক্রিকেটারদের প্রতিশ্রুতির অভাবেরই প্রমাণ দেয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball