কম টেস্ট খেলাই পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ফরম্যাটে বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। ভারতের মতো টেস্ট ম্যাচ খুব বেশি খেলার সুযোগ হয় না বাংলাদেশের। যে কারণে লাল বলের ক্রিকেটে ভারত থেকে অনেক বেশি পিছিয়ে বাংলাদেশ, মনে করেন দলটির টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
শুধু ভারত নয় বিশ্বের সিংহভাগ টেস্ট খেলুড়ে দলগুলোর তুলনায় এই কারণেই পিছিয়ে বাংলাদেশ। গত দুই বছরের পরিসংখ্যানই বলে দেয় কত কম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান মুমিনুল, মুশফিকুর রহিমরা। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ভারত যেখানে ২১টি টেস্ট ম্যাচ খেলেছে; সেখানে বাংলাদেশ খেলেছে মাত্র ১২টি।

এই সময়ে সবচেয়ে বেশি ২২টি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ১৮টি করে টেস্ট ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা ১৭টি এবং ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ১৪টি ম্যাচ।
মুমিনুল মনে করেন, ক্রিকেটের এই ফরম্যাটে ভারত বা অন্যান্য দলের সঙ্গে লড়াই করতে হলে বছর জুড়ে আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। পর্যাপ্ত পরিমাণ টেস্ট খেলার সুযোগ না পাওয়াই বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে, মনে করছেন মুমিনুল।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং ১৩০ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি মনে করি আমাদের আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে। গত ৭ মাসে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছি আমরা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলি না। আমার মনে হয় এটাই প্রধান পার্থক্য (ভারতের সঙ্গে)।'
যদিও আগামী দুই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে বেশ কিছু টেস্ট ম্যাচ পেয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ১৪টি ম্যাচ। সবচেয়ে বেশি ২২টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ১৯টি অস্ট্রেলিয়া, ১৮টি ভারত, ১৬টি দক্ষিণ আফ্রিকা এবং ১৫টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।