তিন দিনে দুই হ্যাটট্রিক চাহারের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের রেশ কাটতে না কাটতেই আরেকটি হ্যাটট্রিক তুলে নিয়েছেন ভারতের দিপক চাহার। এবার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হ্যাটট্রিক করেছেন ডানহাতি এই পেসার।
টুর্নামেন্টটিতে রাজস্থানের হয়ে খেলছেন চাহার। মঙ্গলবার (১২ নভেম্বর) বিদর্ভের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে হ্যাটট্রিক তুলে নেন তিনি। ম্যাচটিতে তিন ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন চাহার।

টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিকবার হ্যাটট্রিক করা তৃতীয় ভারতীয় বোলার চাহার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লেগ স্পিনার অমিত মিশ্র তিনবার হ্যাটট্রিক করেছেন। বাঁহাতি স্পিনার যুবরাজ সিং দুইবার হ্যাটট্রিক করেছেন সীমিত ওভারের এই ফরম্যাটে। এবার চাহার এই তালিকায় নাম লেখালেন।
রবিবার (১০ নভেম্বর) নাগপুরে বাংলাদেশের ইনিংসের শেষের দিকের হ্যাটট্রিক করেন ভারতীয় এই পেসার। একই সঙ্গে মাত্র ৭ রানে ৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন চাহার।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বৃষ্টি বিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন তিনি। বিদর্ভের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে বোলিং করতে এসে প্রথম বলে উইকেট নেন তিনি। এরপর শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন রাজস্থানের এই পেসার।