আগে সেশন জিততে চায় বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার আগে সেশন জিততে চায় বাংলাদেশ। সেশন অনুসারে খেলাই টেস্ট ক্রিকেটের মূল কৌশল। যা কাজে লাগিয়ে ভারতকে হারানোর পরিকল্পনা করছে সফরকারী দল। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এমনই জানিয়েছেন।
টেস্ট ম্যাচ ১৫ সেশনের খেলা। এখানে সেশন প্রতি যাদের জয়ের পাল্লা ভারী, দিনশেষে টেস্ট জেতার সম্ভাবনাও বেশি তাদের। বাংলাদেশ দল পুরো ম্যাচের চিন্তা না করে প্রতিটি সেশন জেতার পরিকল্পনা করছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইন্দোরে সাংবাদিকদের সঙ্গে দলের পরিকল্পনার কথা জানিয়ে দেন মিঠুন। তিনি বলেন, 'মাঠে নামার আগে আমাদের মানসিকতা কিন্তু জেতা। এটা টি-টোয়েন্টি ম্যাচ না যে নামার সাথে সাথেই আমরা জেতার জন্য চেষ্টা করবো। এখানে প্রতিটি সেশন জেতা গুরুত্বপূর্ণ।'
'প্রথম দুই ঘন্টা যেমন গুরুত্বপূর্ণ তেমনি দিনের শেষ দুই ঘন্টা তেমনই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি প্রতিটি সেশন জিততে পারি বা আমরা যত বেশি সেশন জিততে পারবো তত বেশি জেতার সম্ভাবনা বেশি থাকবে আমাদের।' যোগ করেন মিঠুন।
আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ। ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন ভারত সিরিজ দিয়েই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি কলকাতায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত দুই দল।