মিরপুরে রুবেল হোসেনের বিধ্বংসী বোলিং

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ১১৭/৮, ওভার- ৪৫
মিজানুর ৪৩, সানজামুল ১৫*; রুবেল ৫/৪০, রাজ্জাক ২/৩৭

রুবেলের আগুনে বোলিংঃ জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এসে নিজেকে খুঁজে পেয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে দুর্দান্ত বোলিং করছেন ডানহাতি এই পেসার।
প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ একাই গুড়িয়ে দিচ্ছেন তিনি। ইতোমধ্যে ১৫ ওভার বোলিং করে ৪০ রান ৫ উইকেট তুলে নেন রুবেল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর চতুর্থ পাঁচ উইকেট।
বৃষ্টির কারণে প্রথম দিন কোনো বলই মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনের শেষ দিকে টস জিতে রাজশাহীকে ব্যাটিং পাঠায় খুলনা। ১২ ওভার ব্যাটিং করে ৩৬ রান তুলে বিনা উইকেটে দিন শেষ করে রাজশাহী।
তৃতীয় দিনের শুরুতেই রুবেলের বোলিং তোপে পড়ে রাজশাহী। এরপর নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের উইকেট নিতে থাকেন রুবেল। তাঁর সঙ্গে উইকেট নেয়ার মিছিলে যোগ দেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকও। তিনি নেন দুইটি উইকেট। একটি উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।
৪৫ ওভার ব্যাটিং করে ৮ উইকেটের বিনিময়ে ১১৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় রাজশাহী।