এমন হবে স্বপ্নেও ভাবেননি চাহার

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলের জয়ে অবদান রেখেছেন দিপক চাহার। হ্যাটট্রিকের পাশাপাশি বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাস নতুন করে লিখেছেন এই পেসার। তবে এমন কিছু করবেন কখনও স্বপ্নেও ভাবেননি ২৭ বছর বয়সী চাহার।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করা বাংলাদেশের একাই ৬ উইকেট নেন তিনি। তাও আবার মাত্র ৭ রানের বিনিময়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সেরা বোলিং ফিগার এটি। এছাড়া ১৮তম ওভারের শেষ বল এবং ২০তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে টি-টোয়েন্টির হ্যাটট্রিকও পূরণ করেন ডানহাতি এই পেসার।

নিজের প্রথম ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন চাহার। ইনিংসের তৃতীয় ওভারে তাঁর হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। বোলিংয়ে এসে পরপর দুই বলে তুলে নেন লিটন দাস এবং সৌম্য সরকারের উইকেট। ১ রান দিয়ে নিজের প্রথম ওভার শেষ করা চাহার আবার আক্রমণে আসেন ভারতের করুণ সময়ে।
নাঈম শেখ এবং মোহাম্মদ মিঠুনের জুটি ভারতকে পুরোপুরি চাপে ফেলে দেয়, এই দুই ব্যাটসম্যানের ৯৮ রানের জুটি ভেঙ্গে অধিনায়ককে স্বস্তি দেন চাহার। তখন তাঁর বোলিং ফিগার ২ ওভারে ৩ রানে ৩ উইকেট।
এরপর শেষের দিকে আক্রমণে এসে বাংলাদেশের ইনিংস সমাপ্ত করেন চাহার। তুলে নেন হ্যাটট্রিক এবং গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টির নতুন ইতিহাস। এই সাফল্যকে নিজের কঠোর পরিশ্রমের ফসল হিসেবে দেখছেন চাহার, 'রোহিত গুরুত্বপূর্ণ ওভারগুলো আমাকে দেয়ার পরিকল্পনা করে এবং টিম ম্যানেজমেন্টও সেটাই চায়। আমি কখনও এটা (৬/৭) হবে ভাবিনি, এমনকি স্বপ্নেও নয়। বাল্যকাল থেকেই আমি কঠোর পরিশ্রম করে আসছি এবং এটা আমার প্রচেষ্টার ফল।'
এখন পর্যন্ত ভারতের হয়ে একটি ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি খেলেছেন চাহার। এক ওয়ানডেতে এক উইকেট নিয়েছেন তিনি। কিন্তু টি-টোয়েন্টিতে বেশ পরিপূর্ণ তিনি। এই ফরম্যাটে মাত্র ৫.৭৫ ইকোনমিতে বোলিং করা এই পেসারের উইকেট সংখ্যা ১৪টি।