promotional_ad

শান্তর নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটিতে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে ঘোষিত এই স্কোয়াডে। নাঈম শেখ, আফিফ হোসেন, সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে ইমার্জিং এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেবেন।



promotional_ad

দলে ডাক পাওয়া সিংহভাগ ক্রিকেটারই এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসর।


আট দলের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। দুটি গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। 'এ' গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে। 'বি' গ্রুপের খেলাগুলো হবে সাভারের বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে।


দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।



বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball