চাহালের সামনে রেকর্ডের হাতছানি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে যুবেন্দ্র চাহাল। ভারতীয়দের মধ্যে তৃতীয় বোলার হিসেবে ৫০ উইকেটের নেয়ার দ্বারপ্রান্তে এই লেগ স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন চাহাল। আঁটসাঁট বোলিং করে দুই ম্যাচে তিন উইকেট তুলে নেন তিনি। নাগপুরে সিরিজের তৃতীয় ম্যাচে একটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হবেন এই লেগ স্পিনার।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে ৫০ উইকেট নিয়েছেন মাত্র দু’জন। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৫২ উইকেট। আর পেসার জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৫১ উইকেট।
আন্তর্জাতি টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত কোনো ভারতীয় লেগস্পিনার ৫০ উইকেট নেননি। এক উইকেট নিলেই এই নজির গড়বেন চাহাল। রবিবারের এই ম্যাচে চার উইকেট নিলে এই ফরম্যাটে ভারতের সর্বাধিক উইকেটশিকারি হবেন চাহাল। এখন তিনি দাঁড়িয়ে আছেন ৪৯ উইকেটে।
দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চার ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন চাহাল। উইকেটসংখ্যা বাড়তেই পারত তাঁর। কিন্তু তাঁর বলে রিভিউ নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি ভারত। ফলে নিশ্চিত এলবিডব্লিউ তিনি পাননি।
এ ছাড়া তাঁর বলে ক্যাচও ছেড়েছিলেন ক্রুনাল পান্ডিয়া। রাজকোটে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।