ফুটবল খেলছেন ক্রিকেটে নির্বাসিত সাকিব!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বল নিয়ে মাঠে নামায় বাধা থাকলেও ফুটবলে তো বাধা নেই। তাই ফুটবল খেলে ঘাম ঝরালেন দেশসেরা এই ক্রিকেটার।
ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কোরিয়ান এক্সপ্যাট টিমের বিপক্ষে স্থানীয় দল ফুটি হ্যাগসের হয়ে খেলতে দেখা গেছে তাঁকে। ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছেন সাকিব আল হাসানরা।

ম্যাচ শেষে ফেসবুকে এই নিয়ে পোস্ট দিয়ে ফুটি হ্যাগস লিখেছে, 'আর্মি স্টেডিয়ামে পূর্ণ মাপের মাঠে ১১ জনে ম্যাচ খেললাম কোরিয়ান এক্সপ্যাট দলের বিপক্ষে। আমরা ৩-২ গোলে জিতেছি। ফুটি হ্যাগস টিমে সাকিব আল হাসানকে ফিরে পেয়ে ভাল লাগছে।'
গত ২৯ অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। ভারতীয় জুয়াড়ির প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) না জানানোর কারণে তাঁকে এই শাস্তি দেয়া হয়।
প্রথম এক বছর পূর্ণ নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। ২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে তাঁর পূর্ণ নিষেধাজ্ঞা। পরের এক বছর খেলা চালিয়ে যাওয়ার সঙ্গে আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে থাকতে হবে তাঁকে।
সাকিবকে ছাড়াই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। চলমান ভারত সিরিজে সাকিবের পরিবর্তে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং টেস্ট দলের নেতৃত্ব দেবেন মমিনুল হক।