রোহিত ঝড়ে পরাজয়ের ক্ষণ গুনছে বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ- ১৫৩/৬ (২০ ওভার) (নাঈম ৩৬, সৌম্য ৩০; চাহাল ২/২৮)

ভারতঃ ৮৫/০ (৭.৪ ওভার) (রোহিত ৫৩*, ধাওয়ান ২৫*; মুস্তাফিজ ০/২৫)
রোহিতের হাফ সেঞ্চুরিঃ বাংলাদেশের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আক্রমণাত্মক ব্যাটিং করে এরই মধ্যে তুলে নিয়েছেন নিজের ১৮তম হাফ সেঞ্চুরি। আর এই হাফ সেঞ্চুরি করতে মাত্র ২৩ বল খেলেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩টি ছক্কা এবং ৬টি চারের সাহায্যে ৫৩ রানে অপরাজিত আছেন রোহিত।
ভারতের উড়ন্ত সূচনাঃ বাংলাদেশের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে ভারত। মাত্র ২ ওভারে ১৯ রান সংগ্রহ করে তারা।
এর আগে রাজকোটের সৌরাষ্ট্র অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের আমন্ত্রণে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ।
ওপেনার মোহাম্মদ নাঈম সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া সৌম্য সরকার এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৩০ রান করে। ভারতের হয়ে ২৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। আর একটি করে উইকেট পান দীপক চাহার, খলিল আহমেদ এবং ওয়াশিংটন সুন্দর।