শেখ হাসিনার জন্য সৌরভের রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজকীয় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে রাখা হবে ৫০ পদের খাবার। মধ্যাহ্নভোজের চূড়ান্ত তালিকা ঠিক করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি ও সিএবির সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।
আগামী ২২ নভেম্বর প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দিবা রাত্রির টেস্ট খেলবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য সেই ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, ভারত-বাংলাদেশের ঐতিহাসিক লড়াই প্রত্যক্ষ করার আমন্ত্রণ পেয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ জীবিত প্রায় সব ভারতীয় অধিনায়ক।
বাংলাদেশের টেস্ট অভিষেকে খেলা ক্রিকেটাররাও সেখানে উপস্থিত থাকবেন। ম্যাচ উপভোগ???র জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশ, সর্ষে পাবদা, ভেটকি মাছ, ডাব চিংড়ির মত খাবার। এ পদগুলো ছাড়া দুই বাংলার প্রথামাফিক সবরকম জনপ্রিয় খাবার থাকছে এ অতিথি আপ্যায়নে।
শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনা, ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলো থাকবেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকছে মুরগি ও খাসির হরেকরকম পদ।
এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে ডিজাইনার শাড়ি ও শাল বানাচ্ছে সিএবি। তা ছাড়া বাংলার ঐতিহ্য মেনে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার। ইডেন টেস্টের উদ্বোধনী দিনে খুব অল্প সময়ের জন্য মাঠে থাকবেন প্রধানমন্ত্রী। ভিআইপি গ্যালারিতেই মধ্যাহ্নভোজন করবেন তিনি।