বিমানবন্দরে ক্ষেপে গেলেন ক্রিস গেইল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এমিরেটস এয়ারলাইনের তীব্র সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল। টিকেট নিশ্চিত থাকা সত্ত্বেও বিমানবন্দরে গিয়ে ভ্রমণ করতে পারেননি তিনি। এ নিয়ে বেশ চটেছেন ক্যারিবিয়ান বিধ্বংসী এই ব্যাটসম্যান।
টুইটারের পাতায় গেইল লিখেছেন, ‘খুবই হতাশ। আমি ফ্লাইট নিশ্চিত করেছিলাম কিন্তু তারা আমাকে বলল ফ্লাইট বুকড হয়ে গেছে। শুধু তাই নয়, আমার টিকেট বিজনেস ক্লাস থাকার পরও তারা আমাকে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে বলল। তাই আমার এখন পরের ফ্লাইটে যেতে হচ্ছে। বিরক্তিকর এবং বাজে অভিজ্ঞতা।’

গেইল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন চলতি বছরের আগস্টে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ৪২ বলে ৭২ রান করেন তিনি। কিন্তু বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরিতে সাত উইকেটে ম্যাচটি জিতে নেয় ভারত।
ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। ৩০১ ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ১০ হাজার ৪৮০ রান রয়েছে তাঁর নামের পাশে। ১৯৯৯ সালে ওয়ানডে অভিষেক হয় গেইলের। এখন পর্যন্ত ২৫ সেঞ্চুরি এবং ৫৪ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।
ভারতের লাখনাউতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে নেই অভিজ্ঞ গেইল।