promotional_ad

নাঈমের অভিষেক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।


ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে ভারত। 


বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখের। ২০১৯ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন এই তরুণ। আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকলেও তাঁর অভিষেক হয়নি সেবার।



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শিভম দাবের। ভারতের ৮৩তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে অভিষেক হচ্ছে তাঁর। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন তিনি।


দুই দলই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।


এ ছাড়া জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া নেই ইনজুরির কারণে। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনার তামিম ইকবাল পারিবারিক কারণে ছুটিতে। আর ইনজুরিতে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।


বাংলাদেশ একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম। 



ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশাভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দাবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক চাহার ও খলিল আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball