promotional_ad

তারুণ্যে আস্থা রাখছেন মাহমুদউল্লাহ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, ক্রিকেটারদের আন্দোলন কিংবা তামিম ইকবালের অনুপস্থিতি; সব মিলিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। দিল্লির বায়ুদূষণ বাংলাদেশ দলের অস্বস্তি আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতেই রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।


ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, অভিজ্ঞ এই ক্রিকেটারদের অনুপস্থিতিকে তরুণদের মেলে ধরার সুযোগ হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে ব্যাটসম্যানদের ওপর ভরসা রাখছেন তিনি। কারণ ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিতে পারলেই কেবল বোলাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন।



promotional_ad

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই ইস্যু এখন শেষ। আমরা আগামীকালের (রবিবার) ম্যাচে নজর রাখছি। নিজেদের মেলে ধরতে তরুণ ক্রিকেটারদের জন্য এটা দারুণ সুযোগ। আমা???ের ব্যাটসম্যানদের যথেষ্ট রান করতে হবে, যেন বোলাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে।’


বাংলাদেশের স্কোয়াডে একমাত্র রিস্ট স্পিনার হিসেবে আছেন আমিনুল ইসলাম বিপ্লব। মাত্র এক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতের মতো পরাক্রমশালী দলের বিপক্ষে খেলতে নামতে হবে তাঁকে। ভারতের বিপক্ষে সিরিজটিকে বিপ্লবের পরীক্ষার মঞ্চ মনে করেন মাহমুদউল্লাহ। এ ছাড়া শফিউল ইসলাম, আল আমিন হোসেন এবং মুস্তাফিজুর রহমানদের নিয়ে গড়া পেস বোলিং আক্রমণ নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।


নিজেদের বোলিং আক্রমণ নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বিপ্লব নতুনদের মধ্যে বেশ সম্ভাবনাময়। আমরা চেয়েছিলাম দলে ভালো একজন রিস্ট স্পিনার থাকুক। পেস বোলিং আক্রমণের মধ্যে আল আমিন, শফিউল এবং মুস্তাফিজ কিছুটা অভিজ্ঞ। এটা আমাদের দারুণ একটি সুযোগ নিজেদের পারফরম্যান্স দেখানোর জন্য।’



গত কয়েক বছর ধরেই ঘরের মাঠে কোনো দলকে পাত্তা দিচ্ছে না ভারত। ঘরের মাঠে অপ্রতিরোধ্য এই দলটির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তাই একটু বেশিই সতর্ক থাকছেন মাহমুদউল্লাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball