promotional_ad

রাজ্জাকের অনন্য কীর্তি

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে রংপুর বিভাগের ব্যাটসম্যান রবিউল হককে বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আব্দুর রাজ্জাক।


বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি এই স্পিনার। মাইলফলক থেকে ৬ উইকেট পিছিয়ে থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড খেলতে নেমেছিলেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত সদস্য রাজ্জাক।



promotional_ad

চতুর্থ রাউন্ডের প্রথম দিন দুর্দান্ত বোলিংয়ে ৬৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন রাজ্জাক। আর তাতেই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার পা রাখলেন অনন্য এই উচ্চতায়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটও নেই আর কোনো বাংলাদেশি বোলারের।


প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় দুই নম্বরে আছেন আরেj বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। তাঁর দখলে রয়েছে ৪৭৭ উইকেট।


৫০০ উইকেট ছুঁতে ১১৩ ম্যাচ লেগেছিল রাজ্জাকের। ৬০০ উইকেট পেতে তাঁর অপেক্ষা করতে হয়েছে ১৩২ ম্যাচ পর্যন্ত। সর্বোচ্চ উইকেট ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ড রাজ্জাকেরই দখলে।



রংপুরের বিপক্ষে ৭ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯তম বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার। রাজ্জাক ক্যারিয়ারে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার।


প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিঃ
         
আব্দুর রাজ্জাক             ৬০০*                  
এনামুল হক জুনিয়র      ৪৭৭*                  
মোহাম্মদ শরীফ            ৩৯৩                  
মোশাররফ হোসেন       ৩৯২  
ইলিয়াস সানি                ৩৪৩  
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball