promotional_ad

পরিস্থিতি অনুকূলে নেইঃ মাহমুদউল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লির প্রকট বায়ুদূষণের মধ্যেই রবিবার (৩ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে ভারতের আবহাওয়া অধিদপ্তর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দিল্লির বাতাসকে আশঙ্কাজনক হিসেবে ঘোষণা করেছে।


ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, তিনদিন দিল্লিতে অনুশীলন করেছেন তাঁরা, এখনও দিল্লির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে তাঁর দল এমনটাই জানালেন তিনি। তাছাড়া দিল্লির আবহাওয়া পরিস্থিতি অনুকূলে নেই বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা যখন এসেছিলাম এখানে ধোয়া ছিল। আমরা অনুশীলন করেছি তিনদিন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। পরিস্থিতি অনুকূলে নেই। দলের প্রত্যেকেই স্বাস্থ্যবান আছে।'


শুক্রবার অনুশীলনে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই বায়ুদূষণ থেকে নিজেদের বাঁচানোর জন্য মাস্ক পরেছেন। বাদ যাননি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং স্পিন  বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি।


দিল্লির এই বায়ু দূষণের মধ্যে খেলা কঠিন বলে স্বীকার করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি মনে করেন এখানে স্বাস্থ্য ঝুঁকি আছে। তবে এখানে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।



ভারতের ব্যাটিং কোচের ভাষ্যমতে, ‘আমি আমার পুরো জীবন উত্তর ভারতে খেলেছি। এখানে খেলার নির্ধারিত সূচি থাকলে খেলতেই হবে। হ্যাঁ, এখানে স্বাস্থ্য ঝুঁকি আছে। কিন্তু আমাদের খেলতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball