কক্সবাজারে এবাদতের ঝলক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।
কক্সবাজারে এবাদতের ঝলকঃ

আগে ব্যাটিং করতে নেমে স্বস্তিতে নেই বরিশাল। দলীয় ৩৫ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছে দলটি। ওপেন করতে নামা শাহরিয়ার নাফিসকে শূন্য রানে ফেরান এবাদত হোসেন।
সিলেট বিভাগের এই পেসার অধিনায়ক ফজলে রাব্বিকেও ফিরিয়েছেন শূন্য রানে। ওপেন করতে নামা মোহাম্মদ আশরাফুলও এ দিন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান ফিরে যান ২০ রানে। তাঁকে বোল্ড করে ফেরান এনামুল হক জুনিয়র।
এরপর এবাদতের তৃতীয় শিকার হয়ে ফেরেন রাফসান আল মাহমুদ (১০)।
সংক্ষিপ্ত স্কোরঃ
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ৪৮/৪ (১৮ ওভার)
(নুরুজ্জামান ৮*, সোহাগ গাজি ৪*)