অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরছে লঙ্কানরা। আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭.৪ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৬৯ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। ৩৭ রান করে ফিঞ্চ আউট হন লাহিরু কুমারার শিকার হয়ে। তিন নম্বরে নেম ১৩ রান করে নুয়ান প্রদিপের বলে আউট হয়েছেন স্টিভেন স্মিথ।
এ ছাড়া বেন ম্যাকডারমট ৫ রান করে মালিঙ্গার বলে এলবিডব্লিউ হলে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে টার্নারকে নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অজিরা। ওয়ার্নার ৫৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। টার্নার অপরাজিত ছিলেন ২২ রান করে??

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে কুশাল পেরেরার ৫৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন আভিষ্কা ফার্নান্দো। দলের হয়ে আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেনি।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন এবং প্যাট কামিন্স। অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৪ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ২০ ওভারে ১৪২/৬ (কুশাল ৫৭, ফার্নান্দো ২০, রাজাপাকশে ১৭*; কামিন্স ২/২৩, রিচার্ডসন ২/২৫)
অস্ট্রেলিয়াঃ ১৭.৪ ওভারে ১৪৫/৩ ( ফিঞ্চ ৩৭, ওয়ার্নার ৫৭*, টার্নার ২২*; প্রদিপ ১/২০, মালিঙ্গা ১/২২)