promotional_ad

সাকিবের অভাব বুঝাতে চায় না বাংলাদেশ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৮ সালের এশিয়া কাপে সাকিব আল হাসানকে ছাড়াই ফাইনালে উঠে বাংলাদেশ। ভারত সিরিজেও দেশসেরা অলরাউন্ডারকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে। দলে সাকিবের গুরুত্ব সবারই জানা, তবে তাঁর অভাব বুঝতে না দিয়ে মানিয়ে নিতে পারবে বাংলাদেশ; মনে করছেন লিটন দাস।


আইসিসির এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। লম্বা এই সময় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই মাঠের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে। তবে লিটনের চাওয়া, সবাই নিজেদের সেরাটা দিয়ে দলে সাকিবের অভাব পূরণ করুক।


ভারতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডানহাতি এই ওপেনার বলেন, 'আমরা আসন্ন সিরিজ নিয়ে চিন্তা করছি। কারণ এমন গুরুত্বপূর্ণ সিরিজে যেকোনো কিছুই ঘটতে পারে। ক্রিকেটে অনেক কিছু হয়। আমরা সাকিব ভাইকে ছাড়া খেলেছি। উনি যখন ইনজুরিতে ছিলেন, তখন তাকে ছাড়াই আমরা এশিয়া কাপে খেলেছি। সাকিব ভাইকে ছাড়া আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলব। কোনো সন্দেহ নেই সাকিব ভাই দলের সেরা ক্রিকেটার। তাকে এই সিরিজে অবশ্যই আমরা খুব মিস করব।'



promotional_ad

৩০ অক্টোবর দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ৩ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যে কারণে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুযোগ পাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করেছেন তাঁরা, মনে করেছেন লিটন। দুটি অনুশীলন ম্যাচও খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা।


সবকিছু মিলিয়ে প্রস্তুতি ভালোই বাংলাদেশের। লিটন বলেন, 'এখানে আসার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। দেশে আমরা ট্রেনিং ক্যাম্প করেছি, এখানেও কদিন সুযোগ পাচ্ছি অনুশীলনের। তাই এই কন্ডিশনে মানিয়ে নেওয়ারও সুযোগ থাকছে আমাদের। আপনারা দেখে থাকবেন আমাদের স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার তরুণ। সবাই আসন্ন সিরিজের দিকে তাকিয়ে আছে। যারা সুযোগ পাবে দলের জন্য পুরোপুরি নিজেদের সেরাটা দিয়েই খেলবে।'


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে আপাতত সীমিত ওভারের সিরিজের দিকেই মনোযোগী হতে চাইছে দল, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন।


তাঁর ভাষায়, 'আমাদের দৃষ্টি এখন টি-টোয়েন্টি সিরিজে। আমরা দিবারাত্রির টেস্ট নিয়ে এখনই কিছু ভাবছি না। অবশ্যই আমরা টেস্ট নিয়ে চিন্তা করব, তবে আগে টি-টোয়েন্টি সিরিজ শেষ হোক।'



দিল্লিতে ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি, ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় আর ১০ নভেম্বর নাগপুরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তারপরেই ২২ নভেম্বর কলকাতা টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball