চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) হংকংকে হারিয়ে ১৬তম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ওমান।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ১০ দল সরাসরি জায়গা নেয় বিশ্বকাপে। বাকি ৬ দলকে পাড়ি দিতে হয়েছে বাছাইপর্বের পথ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে ১৪ দলের লড়াইয়ের বিশ্বকাপে জায়গা করে নেয় ৬ দল।

বাছাইপর্ব থেকে নিজেদের গ্রুপের সেরা দল হিসেবে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে পাপুয়া নিউ গিনি ও আয়ারল্যান্ড। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ছয়টি দল খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। আট দলকে ভাগ করে দুটি গ্রুপ করা হবে। দুই গ্রুপ থেকে মোট চারটি দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ২০২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ১৬ দলঃ
বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।