নতুন সূচিতে জাতীয় ক্রিকেট লিগ

ছবি: ছবি- ওয়ালটন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পরিবর্তন এসেছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সূচি এবং ভেন্যুতে। আসন্ন রাউন্ডগুলো আগের সূচির চেয়ে দুইদিন করে পেছানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিকেটারদের ধর্মঘটের কারণে তৃতীয় রাউন্ডের খেলা ২৪ অক্টোবর মাঠে গড়ায়নি। তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয় ২৬ অক্টোবর। ইতোমধ্যে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলা শেষ, তবে বাকি তিন রাউন্ডেরও সূচিও দুইদিন করে পেছানো হয়েছে।

চতুর্থ রাউন্ডের খেলা ৩১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে নেয়া হয়েছে ২ নভেম্বর। পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে ৯ নভেম্বর। ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলা মাঠে গড়াবে ১৬ নভেম্বর।
সূচির সঙ্গে ভেন্যুতেও পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ রাউন্ডের কোনো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল না। নতুন সূচিতে রংপুর এবং খুলনা বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে।
আগের সূচিতে পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডে মিরপুরে ম্যাচ রেখেছিল বিসিবি। কিন্তু নতুন প্রকাশিত সূচিতে পঞ্চম রাউন্ডে মিরপুরে ম্যাচ রাখলেও শেষ রাউন্ডে কোনো ম্যাচ নেই এই স্টেডিয়ামে। তবে পরবর্তীতে ভেন্যুতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
জাতীয় লিগের তিন রাউন্ডের খেলা শেষ হয়েছে। প্রথম স্তরে ১৭.২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে খুলনা বিভাগ। ১৬.৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরে সবার উপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ।