‘জান’ দিয়ে খেলবেন মাহমুদউল্লাহরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এর ফলে দলের এই সেরা তারকাকে ছাড়াই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। সাকিবের অবর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে মাহমুদউল্লাহ জানিয়েছেন, সাকিবের অবর্তমানে নিজেদের উজার করে দেবে তাঁর দল। দলের সেরা তারকাকে না থাকাকে সবাই অনুপ্রেরণা নেবে বলে বিশ্বাস মাহমুদউল্লাহর।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের সবার কাজ হচ্ছে খেলা এবং দেশের জন্য জান দিয়ে খেলা। এটাই আমরা চেষ্টা করব এবং সবাই হয়তো বিষয়টি মোটিভেশন হিসেবেই নেবে।’
মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হলেও টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেয়া হয়েছে মুমিনুল হককে। মাহমুদউল্লাহ মনে করেন মুমিনুলকে অধিনায়ক করে করার সিদ্ধান্ত সঠিক। এটা তাঁর প্রাপ্যই ছিল।
মুমিনুল প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় এটা সঠিক একটি সিদ্ধান্ত। কারণ আমি মনে করি টেস্টের অধিনায়কত্ব মমিনুলের প্রাপ্য। সে গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছে।’