promotional_ad

১৭ বছর পর বিশ্বকাপে নামিবিয়া, খেলবে নেদারল্যান্ডসও

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে ওমানকে ৫৪ রানের ব্যব??ানে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর কোনো বিশ্ব আসরে জায়গা করে নিয়েছে নামিবিয়া। সর্বশেষ ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা নামিবিয়া ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে।


সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও। সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস।


বুধবার ওমানের বিপক্ষে খেলতে নেমে আগে ব্যাটিং করে ৬৯ রানেই ৫ উইকেট হারায় নামিবিয়া। ষষ্ঠ উইকেটে ক্রেইগ উইলিয়ামস ও জেজে স্মিটের ৮৩ রানের জুটিতে লড়াকু সংগ্রহ নিশ্চিত করে দলটি।


৪১ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন উইলিয়ামস। তাঁর ইনিংসটি ছিল দুটি চার ও তিনটি ছক্কায় সাজানো। স্মিট খেলেছেন ২৫ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা।



promotional_ad

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান তোলে নামিবিয়া। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ওমানের শুরুটা ছিল দুর্দান্ত। ৫ ওভারেই তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৫ রান।


এরপর নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও বার্নার্ডের স্পিন আক্রমণে এলোমেলো হয়ে যায় ওমানের ব্যাটিং লাইনআপ। তাদের ইনিংস গুটিয়ে যায় ১০৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার খাওয়ার আলী। নামিবিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন এরাসমান ও শল্টজ। 


আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। ৯ রানেই শীর্ষ ৫ উইকেট হারায় তারা।


এরপর অধিনায়ক আহমেদ রাজা (২২) এবং ওয়াহিদ আহমেদ (১৯) দলের হাল ধরেন। শেষদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ বুটারের (১৬) ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮০ রান তোলে আরব আমিরাত।


১২ রান খরচায় ৪ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সেরা বোলার ব্রান্ডন গ্লোভার। নাগালে লক্ষ্য পেয়েও শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। দুই ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার ম্যাক্স ও’ডাউড।



এরপর বেন কুপার ও কলিন অ্যাকারমেনের জুটিতে সহজ জয়ের পথে এগোতে থাকে নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৫১ রান। ১৮ রান করে আউট হয়েছেন অ্যাকারমেন।


এরপর কুপারকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রায়ান টেন ডেসকাট। ৫৩ বলে তিনটি চারে ৪১ রান নিয়ে অপরাজিত থাকেন কুপার। ডেসকাটের ব্যাট থেকে এসেছে ১১ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball