সাকিববিহীন বাংলাদেশের পরবর্তী এক বছরের সূচি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। ২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়কের পূর্ণ নিষেধাজ্ঞা। এই এক বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ সাকিবকে ছাড়া খেলতে হবে বাংলাদেশকে।
৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সফরে খেলতে পারবেন না সাকিব। যেখানে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত সিরিজ দিয়েই শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ সরকারের অনুমতি পেলে ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানে ২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

আগামী বছরের মার্চে একটি টেস্ট এবং ৫টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। ঘরের মাঠের এই সিরিজে সাকিবকে পাবে না বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।
২০২০ সালের মে-জুনে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
জুন-জুলাইয়ে ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে ছাড়া খেলতে হবে বাংলাদেশের।
একই বছরের জুলাই-আগস্টে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে সাকিবকে পাবে না দলটি। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপও খেলতে পারবেন না সাকিব।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও সাকিবকে পাবে না বাংলাদেশ। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে স্বাগতিকরা। এরপর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, সেখান ৩টি টি-টোয়েন্টি খেলবে তারা।
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হবে না বাংলাদেশের সেরা অলরাউন্ডারের।