এমসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সারা বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদের নিয়ে গঠিত কমিটিটি স্বাধীনভাবে পরিচালিত হয়। ক্রিকেটের প্রচলিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বছরে দুইবার সভার করে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।

এখন পর্যন্ত সিডনি এবং বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দুটি সভায় অংশ নেন সাকিব। ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কায় এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পরবর্তী সভা হওয়ার কথা।
সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করেছে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। তবে সাকিবের পদত্যাগে দুঃখপ্রকাশ করেছেন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।
এমসিসির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে মাইক বলেন, 'সাকিবকে এই কমিটি থেকে হারানো দুঃখজনক। গত কয়েক বছর ধরে সে এখানে অনেক অবদান রেখেছে। তার পদত্যাগ আমরা গ্রহণ করেছি এবং বিশ্বাস করছি যে এটা সঠিক সিদ্ধান্ত।'
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। যার এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব। পরবর্তী এক বছর খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে তাঁকে।
আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে তথ্য না জানানোয় এ শাস্তি পেয়েছেন সাকিব। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আনিত তিনটি অভিযোগ স্বীকার করে নেন বাংলাদেশ অধিনায়ক। আইসিসির দেয়া শাস্তিও মাথা পেতে নেন তিনি।