promotional_ad

এমসিসির ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।


২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সারা বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং আম্পায়ারদের নিয়ে গঠিত কমিটিটি স্বাধীনভাবে পরিচালিত হয়। ক্রিকেটের প্রচলিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বছরে দুইবার সভার করে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।



promotional_ad

এখন পর্যন্ত সিডনি এবং বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দুটি সভায় অংশ নেন সাকিব। ২০২০ সালের মার্চে শ্রীলঙ্কায় এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পরবর্তী সভা হওয়ার কথা।


সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করেছে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। তবে সাকিবের পদত্যাগে দুঃখপ্রকাশ করেছেন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।


এমসিসির ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে মাইক বলেন, 'সাকিবকে এই কমিটি থেকে হারানো দুঃখজনক। গত কয়েক বছর ধরে সে এখানে অনেক অবদান রেখেছে। তার পদত্যাগ আমরা গ্রহণ করেছি এবং বিশ্বাস করছি যে এটা সঠিক সিদ্ধান্ত।'



ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। যার এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব। পরবর্তী এক বছর খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে তাঁকে।


আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে তথ্য না জানানোয় এ শাস্তি পেয়েছেন সাকিব। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আনিত তিনটি অভিযোগ স্বীকার করে নেন বাংলাদেশ অধিনায়ক। আইসিসির দেয়া শাস্তিও মাথা পেতে নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball