টেস্টে মুমিনুল, টি-টোয়েন্টিতে অধিনায়ক মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোর কারণে ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। এর ফলে ভারত সফরে যাওয়া হচ্ছে না এই অলরাউন্ডারের।
সাকিবের বদলি হিসেবে ভারত সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর টেস্ট অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে।

আগামী ৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বুধবারই দেশ ছাড়বে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের আগে দুই দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, লিটন দাস, নাঈম হাসান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন।