ড্রয়ের পথে যুব দলের ম্যাচ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বরিশালের শহীদ আব্দুর রব স্টেডিয়ামে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে চার দিনের যুব টেস্ট। কিন্তু বৃষ্টির বাগড়ায় প্রথম দুই দিনের খেলাই পরিত্যক্ত হয়েছে। মাঠে কোনো বলই গড়াতে পারনি।
বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৬ ওভার। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা যুব দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের।

তারা দলীয় ৮ রানেই হারায় ওপেনার থাভিশা কহদুওয়ারিচির উইকেট। তিনি ১ রান করে আসাদুল্লাহ গালিবের বলে বোল্ড হন। দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেছেন ওপেনার আশান উইকরামাসিংহে এবং রাভিন্দু রাশান্থা।
৪৫ রান করে গালিবের দ্বিতীয় শিকার হয়েছেন আশান। ২১ রান করে নোমান চৌধুরীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন রাভিন্দু। বাকি সময়টা দেখেশুনে পার করেছেন দুই ব্যাটসম্যান সোনাল দিনুশা এবং নিপুন ধনঞ্জয়া।
দিনুশা ৪৬ রান করে অপরাজিত আছেন। লঙ্কান যুব দলের অধিনায়ক ধনঞ্জয়া অপরাজিত আছেন ১৮ রান করে। চারদিনের ম্যাচের এখনোও প্রথম ইনিংসই শেষ হয়নি। ফলে ধরে নেয়াই যায় নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ৩৬ ওভারে ১৫৫/৩ (আশান ৪৫, দিনুশা ৪৬*, ধনঞ্জয়া ১৮*; গালিব ২/২৯)