দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্টার্ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ভাই ব্রেন্ডন স্টার্কের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছুটি নিয়েছেন বাঁহাতি এই পেসার।
স্টার্কের পরিবর্তে দলে জায়গা হতে পারে কুইন্সল্যান্ডের পেসার বিলি স্ট্যানলেকের। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্ট্যানলেকের ঘরের মাঠ ব্রিসবেনে লঙ্কানদের মুখোমুখি হবে অজিরা। যে কারণে বাকিদের তুলনায় এগিয়ে আছেন তিনি।

নিউ সাউথ ওয়েলসের পেসার শেন অ্যাবটও রয়েছেন স্কোয়াডে। ডেথ ওভারের বোলিং আক্রমণ শক্তিশালী করতে ডানহাতি এই পেসারকে একাদশে নিতে পারে অস্ট্রেলিয়া। ইনজুরিতে পড়া অ্যান্ড্রু টাইয়ের পরিবর্তে ডাকা হয় অ্যাবটকে।
বুধবারের (৩০ অক্টোবর) ম্যাচের জন্য একাদশ নির্বাচন নিয়ে অজি অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স বলেন, 'বিলি স্ট্যানলেক স্কোয়াডে আছে। এটা ওর ঘরের মাঠ, তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ডেথ বোলিংয়ে শক্তি বাড়ানোর কথা চিন্তা করলে শেন অ্যাবট জায়গা পেতে পারে।'
২০১৮ সালে অভিষেক হওয়া স্ট্যানলেক এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর নামের পাশে রয়েছে ২৫ উইকেট। ২০১৪ সালে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় অ্যাবটের।
সেই বছরই শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ান 'এ' দলের হয়ে ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। গত বছরের বিগ ব্যাশে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অ্যাবট।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১৩৪ রানের বিশাল ব্যবধানে জিতে অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।