ইরফানের ৬ উইকেটে বিধ্বস্ত সিলেট
ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় বল হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রাম বিভাগের তরুণ পেসার ইরফান হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ৬ উইকেট তুলে নিয়ে ১৬৩ রানেই সিলেট বিভাগকে থামিয়ে দেন তিনি। এবারের জাতীয় লিগে এটাই ইরফানের প্রথম ম্যাচ।
সিলেট এবং চট্টগ্রামের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচটি বৃষ্টির কারণে দুইদিন খেলা বন্ধ থাকে। সোমবার তৃতীয় দিনে খেলা শুরু হয় রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম।
উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন এবং তৌফিক খান ৫২ রানের জুটি গড়েন। এরপর ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে দলের রান একশ করেন অধিনায়ক কাপালি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হোসেন।

এরপর ডানহাতি পেসার ইরফান হোসেনের আগুনে বোলিংয়ে ছন্দ হারিয়ে ফেলেন সিলেটের ব্যাটসম্যানরা। ইরফানের নিয়ন্ত্রত বোলিংয়ে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন দলের মিডল অর্ডার এবং শেষের সারির ব্যাটসম্যানরা।
ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা সিলেট গুঁটিয়ে যায় ১৬৩ রানে। দুর্দান্ত বোলিং করে ৫৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন ইরফান। নিজের সপ্তম প্রথম শ্রেণির ম্যাচে পাঁচ উইকেটের দেখা মিলল ২৩ বছর বয়সী এই পেসারের।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন কাপালি। চট্টগ্রামের হয়ে হাসান মাহমুদ নেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট বিভাগঃ ৪৪.২ ওভারে ১৬৩/১০ (অলক কাপালি ৪২, ইমতিয়াজ ২৪; ইরফান ৬/৫৭, হাসান মাহমুদ ৩/৪৯)।