promotional_ad

ভারত সফরে অনেকেই যেতে চায় নাঃ পাপন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারত সফর বানচাল করতে চায়, সন্দেহ নাজমুল হাসান পাপনের। ধর্মঘটের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন ভারত সফর থেকে ক্রিকেটাররা নিজেদের সরিয়ে নিচ্ছেন বলে ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির।


প্রথমে ধর্মঘট দিয়ে ভারত সিরিজে না যাওয়ার ফন্দি আঁটেন ক্রিকেটাররা। বিসিবি দাবি দ্রুত মেনে নেয়ায় এখন অন্য পরিকল্পনা সাজাচ্ছেন ক্রিকেটাররা, মনে করছেন পাপন।


ইতোমধ্যে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ভারত সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু প্রথমে শুধুমাত্র শেষ টেস্টটি খেলতে চাননি তামিম, পরবর্তীতে পুরো সিরিজ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। অভিজ্ঞ তামিমের এমন সিদ্ধান্ত বিসিবি সভাপতির সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে।



promotional_ad

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সঙ্গে আলাপকালে পাপন বলেন, 'আমরা খেলোয়াড়দের দাবিদাওয়া মেনে নেওয়ায় প্রথম শ্রেণির ক্রিকেটাররা খুশি হয়েছে জানি। কারণ, খেলা হবে, ওরা তো খেলতে চায়। কিন্তু এটা কি ওখানে যারা ছিল, সবাই চায়? আমি জানি না কারা। তবে তথ্য ছিল ওরা অনেকে ভারত সফরে যাবে না। আমার তো বদ্ধমূল ধারণা যাবে না এবং এমন এক সময় বলবে, যখন আমাদের কিছু করার থাকবে না। এখন তো ঘুরে গেছে পরিস্থিতি। ওরা হয়তো ভাবেনি এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে।'


'তামিম আমাকে প্রথমে বলেছিল ও ভারতের শেষ টেস্টটা খেলতে চাইছে না, কারণ ওই সময় ওর বাচ্চার ডেলিভারি। খেলোয়াড়দের সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তামিম আমার রুমে গিয়ে বলল, ‘আমি যাব (ভারতে) না।’ আমি বললাম, ‘মানে কি, তোমার সঙ্গে তো কথা হলো শেষেরটায় থাকবে না। তাহলে এখন যাবা না কেন?’ ও তবু বলল, ও যাবে না। এখন সফরে যাওয়ার আগমুহূর্তে যদি শুনি আর কেউ যাবে না, তাহলে কেমন লাগবে?' যোগ করেন বিসিবি সভাপতি।


যদিও এখনও পরিকল্পনায় জড়িতদের চিহ্নিত করতে পারেনি বিসিবি। তবে এর জন্য টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করা হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।


তাঁর ভাষায়, 'আমি তো জানি না। সাকিবকে ডেকেছি আজ (গতকাল)। দেখি ও কী বলে। আরও অনেকে হতে পারে।' একই সঙ্গে বিসিবির নিয়ম বহির্ভূত কাজ করে নিজেকে ঝামেলায় জড়িয়েছেন সাকিব। গ্রামীনফোনের সঙ্গে চুক্তি করায় বিসিবির পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়।



পাপনের মতে, 'জেনেশুনে কি সাকিব এই বেআইনি কাজটা করতে পারে? আমি কি যা খুশি তা-ই করতে দেব ওদের! সময়টাও দেখুন। কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। ওর কোনো ব্যাখ্যা থাকলে সেটা আগে শুনি।'


ভারত সফরের আগে টি-টোয়েন্টির প্রস্তুতিতে দুটি অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে। যার একটিও খেলবেন না সাকিব। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন পাপন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball