promotional_ad

দ্বিতীয় ম্যাচও খেলবেন না সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারত সফরের আগে টি-টোয়েন্টির প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচ অনুশীলনের জন্য দুই প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) মাঠে গড়ানো প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেননি বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও খেলছেন তিনি, জানিয়েছেন আকরাম খান।


জানা যায়, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে ছুটি নিয়েছেন তিনি। শারীরিকভাবে নিজেকে ফিট মনে না করায় ছুটি নিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার।



promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, 'সাকিব কোচের কাছ থেকে ছুটি নিয়েছেন। সম্ভবত সোমবারের ম্যাচটিও খেলবেন না।'


রবিবার (২৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম প্রস্তুতি ম্যাচ। লাল দলের হয়ে খেলার কথা ছিল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের।


দলের অধিনায়কত্ব করার কথা ছিল তাঁর, তিনি না থাকায় নেতৃত্বের দায়িত্ব পান লিটন দাস। কিন্তু সাকিবের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে জাতীয় দলের মোড়কে সাজানো লাল দল।



প্রথম প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেনরা। প্রস্তুতি খুব একটা ভালো হয়নি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সিংহভাগ ক্রিকেটারের।


সোমবার (২৮ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে সন্ধ্যা ৬টায় আবারো মাঠে নামবে দুই দল। এই ম্যাচেও সাকিবকে পাচ্ছে না লাল দল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball