promotional_ad

আসছে নারী স্কুল ক্রিকেট

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নারী ক্রিকেটের প্রসার এবং উন্নতির জন্য স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেয়েদের স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।


বছরের শেষের দিকে স্কুলগুলোতে পরীক্ষা থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে আয়োজিত হবে টুর্নামেন্টটি। প্রতিটি বিভাগ থেকে আটটি স্কুল বাছাই করা হবে। স্কুলগুলোর নামে দল দেয়া হলেও শক্তিশালী দল গঠনের জন্য অন্য স্কুল থেকেও ক্রিকেটাররা নেয়া হবে। সমান শক্তির দল গঠন করে টুর্নামেন্টকে প্রতিযোগিতামূলক করার চেষ্টায় আছে কর্তৃপক্ষ।



promotional_ad

বিসিবি পরিচালক শফিউল আলম বলেন, 'এইবার থেকে স্কুল ক্রিকেটটা শুরু করতে যাচ্ছি। প্রতিটি বিভাগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই স্কুল টুর্নামেন্ট চালু করব। আমরা ৮টা স্কুলকে চিহ্নিত করব। সমান শক্তির দল গঠন করব। এক দল অনেক শক্তিশালী, আরেক দল খুবই দুর্বল হলে তো টুর্নামেন্টে কোনো প্রতিযোগিতা থাকবে না।'


স্কুলগুলো থেকে বাছাইকৃত ক্রিকেটারদের জেলা কিংবা বিভাগীয় কোচ দ্বারা অনুশীলনের ব্যবস্থা করা হবে। স্বল্পমেয়াদী ক্যাম্পের ব্যবস্থা করারও পরিকল্পনা করছে বিসিবি। এই সব বিষয়ে আলোচনা করতে বিভাগীয় পর্যায়ে বোর্ডের পক্ষ থেকে নিযুক্ত দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন নারী উইংয়ের প্রধান।


বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করতে স্কুল ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। শফিউল ইসলামের ভাষায়, 'আমরা স্কুল টুর্নামেন্ট চালু করলে যেটা হবে স্বাভাবিকভাবেই আমাদের পাইপ লাইনের একটা ধারনা তৈরি হবে।



স্কুল ক্রিকেটকে যদি প্রথম ধাপ হিসেবে ধরি পরবর্তীতে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলগুলো দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্কুল ক্রিকেটে একটা ক্যাম্প করব স্বল্প মেয়াদী বা আমাদের বিভাগে জেলা পর্যায়ের কোচরা ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবে।'


নারী ক্রিকেটের ভিত শক্ত করতে কাজে নেমেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নারী ক্রিকেটকে সব বিভাগে উন্নত করতে চায় বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball