বাংলাদেশের তিন ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম আসরেই আয়োজক দেশের মর্যাদা পেল বাংলাদেশ।
তিনটি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

২০২১ সালে আয়োজিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট; এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
বিসিবির এই পরিচালকের ভাষায়, 'অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ আগামী ২০২১ সালে বাংলাদেশ আয়োজক দেশ হচ্ছে। এটা আমাদের ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই তিনটা ভেন্যুতে সম্ভবত এটা অনুষ্ঠিত হবে।'
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ হতে পেরে বেশ উৎফুল্ল বাংলাদেশ। এমন সুযোগ বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে বলে বিশ্বাস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
দুই বছর পর পর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। নারী ক্রিকেটের উন্নতি এবং প্রসারের জন্য এই টুর্নামেন্টগুলো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী মানু সাওহনে।