promotional_ad

ভেটরির পরামর্শে বল হাতে সফল বিপ্লব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা। রবিবার (২৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়িয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচ।


এ দিন ইমরুল কায়েস, ইয়াসির রাব্বি, নাঈম শেখের ব্যাটে ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করেছে সবুজ দল। দুর্দান্ত বোলিং করে প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন লাল দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং পেসার আবু হায়দার রনি।


টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম উইকেটে ৩৯ রান যোগ করেন ওপেনার নাঈম শেখ এবং নাজমুল হোসেন শান্ত। জুটির সিংহভাগ রান করেন নাঈম, ২ রান করে আউট হন শান্ত।



promotional_ad

৩৫ বলে ২৯ রানে বিদায় নেন নাঈম। তিনে নামা ব্যাটসম্যান ইমরুল করেন ৩২ রান। মাঝের দুই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ছিলেন ব্যর্থ। ইয়াসির আলী চৌধুরী রাব্বি হাল ধরে সবুজ দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।


তাঁর ব্যাট থেকে আসে ২১ বলে ৩৯ রানের ইনিংস, যা সবুজ দলের হয়ে সর্বোচ্চ। শেষের দিকে ব্যাট হাতে ১৩ রান করেন রিশাদ হোসেনও। 


বল হাতে দারুণ করেছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা তরুণ লেগ স্পিনার বিপ্লব। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরির পরামর্শে সফল এই তরুণ।


ম্যাচ চলাকালীন মাঠে নেমে আম্পায়ারের পেছনে দাঁড়িয়ে এই স্পিনারকে বোলিংয়ে সাহায্য করছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা। বিপ্লব ছাড়াও দারুণ বোলিং করেছেন রনি। ২৯ রানে তিন উইকেট নেন তিনি।



একটি করে উইকেট পেয়েছেন শফিউল ইসলাম এবং নাঈম হাসান।


সংক্ষিপ্ত স্কোরঃ


সবুজ দলঃ ২০ ওভারে ১৪৩/৯ (ইয়াসির রাব্বি ৩৯, ইমরুল ৩২; বিপ্লব ৩/১৭, রনি ৩/২৯)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball