সাংবাদিক-বিসিবির বৈষম্যের শিকার নারী ক্রিকেট

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মুখে নয়, মন থেকে নারী ক্রিকেটের প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধানের মতে, শুধু বোর্ড নয় নারী ক্রিকেট দল সাংবাদিকদেরও বৈষম্যের শিকার।
বর্তমানে পাকিস্তানে সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় নারী দল। একই সঙ্গে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপ খেলছে বাংলাদেশের মেয়েরা। শনিবার দুই জায়গায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাকিস্তানের বিপক্ষে হেরেছে সালমা খাতুন, রুমানা আহমেদরা। কিন্তু ইমার্জিং এশিয়া কাপে ঠিকই পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

কয়টা সংবাদমাধ্যম মেয়েদের দুটি ম্যাচের প্রতিবেদন দিয়েছে, এমন প্রশ্ন সাংবাদিকদের ছুড়ে দিয়েছেন শফিউল আলম চৌধুরী। তাঁর মতে, ছেলেদের ম্যাচ হলে আলোড়ন সৃষ্টি হয়ে যেত।
বিসিবি পরিচালক বলেন, 'কালকে পাকিস্তানে আমরা হেরেছি কিন্তু অনেক লড়াই করে হেরেছি। আবার শ্রীলঙ্কায় আমাদের মেয়েরা জিতেছে। ছেলেরা এটা করলে যে হাইলাইট হতো মেয়ে বলে সেভাবে হয় নাই। এই জায়গায় বৈষম্য সাংবাদিকরাও করেন, ক্রিকেট বোর্ডও করে। আমি আমার ঘরে করি আপনি আপনার ঘরে করেন। এই জায়গা থেকে সবাইকেই বেরিয়ে আসতে হবে। আমরা বৈষম্যহীনতা যতটা মুখে উচ্চারণ করি সত্যিকার অর্থে কতটা মনে করি এটা বিবেককে প্রশ্ন করতে হবে।'
'আমরা ফলাফলগুলো সবাইকে দিয়েছি। কেউ বলতে পারবেন না পাননি। প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায় কতটায় এই খবরটি এসেছে। আপনি দশটির মধ্যে দেখেন কতটি দিয়েছে। দশটির মধ্যে দুটি বা একটি যদি করে তাহলে এটাকে করা বলবেন না। কেউ পাকিস্তানেরটা করেছে কেউ শ্রীলঙ্কারটা করেছে। এক সঙ্গে কেউ দুটো করেনি।' যোগ করেন তিনি।
অনেক আগে থেকে অবহেলিত নারী দল। নারী ক্রিকেটের উন্নতির জন্য আওয়াজ তুলেছেন অনেক ক্রিকেট বোদ্ধারাও। কিন্তু দায়ী শুধু বোর্ডকে করতে চান না শফিউল ইসলাম, সাংবাদিকদের দিকেও আঙুল তুলেছেন তিনি।