অনুশীলন ম্যাচে খেলছেন না সাকিব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এর জন্য দুটি প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া দিবা-রাত্রির এই টি-টোয়েন্টি ম্যাচটি খেলছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
জানা গেছে, ব্যক্তিগত কারণে রবিবার মাঠে গড়ানো প্রস্তুতি ম্যাচটি খেলবেন না তিনি। তবে সোমবার (২৮ অক্টোবর) মাঠে গড়াতে যাওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের।

টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা লাল এবং সবুজ দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন। ভারত সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল কমে দাঁড়িয়েছে ১৩জনে। তামিম ইকবাল এবং মোহাম্মদ সাইফউদ্দিন যাচ্ছেন না ভারত সফরে।
যে কারণে ইমরুল কায়েসকে ডাক দিয়েছেন বিসিবির নির্বাচকরা। স্কোয়াডে থাকা ১৪ জনের সঙ্গে যোগ দিতে ডাকা হয়েছে আরও ৯জন ক্রিকেটারকে।
প্রস্তুতি ম্যাচ খেলতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ড ছেড়ে ঢাকায় এসেছেন রাজশাহী বিভাগের সাব্বির রহমান এবং নাজমুল হোসেন শান্ত। খুলনা বিভাগের মোহাম্মদ মিঠুন এবং মেহেদী হাসান মিরাজকে ডাকা হয়েছে।
এ ছাড়া রংপুর বিভাগ থেকে রিশাদ হোসেন, চট্টগ্রামের দুই ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি এবং নাঈম হাসান, সিলেট বিভাগের এবাদত হোসেন এবং ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার রনিও অংশ নিচ্ছেন এই দুই ম্যাচে।