ভারতীয় পেসারদের বন্দনায় ইয়ান চ্যাপেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়েছে ভারতের পেসাররা। সফরকারীদের তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পেছনে স্বাগতিক পেসারদের অবদান দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। শুধু ভারতে নয় বিশ্বের যেকোনো কন্ডিশনে সামর্থ্য দেখাতে সক্ষম জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিরা।
প্রোটিয়াদের বিপক্ষে শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের সঙ্গে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন্দ্র জাদেজা। দীর্ঘ সময়ের পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের পরে এমন শক্তিশালী বোলিং বিভাগ বানিয়েছে ভারত।

সামর্থ্যবান পেসার এবং স্পিনারের মিশেলে তৈরি এমন বোলিং বিভাগ বর্তমানে খুব কম দেশের আছে বলে জানিয়েছেন ইয়ান চ্যাপেল। তাঁর ভাষায়, 'ফাস্ট বোলিংয়ে এক নতুন মাত্রা যোগ করেছে ভারত। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতেও ভারতের পেসাররা ঘরের মাঠের সিরিজে দারুণ খেলেছে। অনেক বছরের পরিকল্পনার ফলে ভারতে এখন অনেক পেসার উঠে এসেছে যারা ক্রিকেট বিশ্বের সর্বত্র নিজেদের মেলে ধরার ক্ষমতা রাখে।'
'ফিট বুমরাহ, অক্লান্ত মোহাম্মদ শামি, পরিণত হয়ে ওঠা ইশান্ত শর্মা ও দ্রুতগতির উমেশ যাদব মিলে ভারতের এখন এমন চারজন ফাস্ট বোলার রয়েছে, যারা যে কোনো কন্ডিশনেই সমীহ পেতে বাধ্য। এর সঙ্গে ভারতের রয়েছে দক্ষ স্পিনাররা। ভারতের মতো এত তীক্ষ্ণ বোলিং আক্রমণ কিন্তু খুব কম দেশেরই রয়েছে।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট খেলে ১৩ উইকেট নেন মোহাম্মদ শামি, দুই টেস্টে ১১ উইকেট নিয়েছেন উমেশ যাদব। দুই টেস্ট খেলে দুই উইকেট নিলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন ইশান্ত শর্মা। তিন টেস্ট স্পিনার অশ্বিন নেন ১৫ এবং ১৩ উইকেট নেন জাদেজা।
প্রোটিয়া সিরিজে ইনজুরির কারণে খেলতে পারছেন না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তাঁর প্রশংসা করতে ভোলেননি চ্যাপেল।
'পেসারদের গ্রুপে হার্দিককে যোগ করলে ভারতের যা বোলিং দাঁড়াচ্ছে, তা যে কোনো কন্ডিশনের মোকাবেলায় সক্ষম। এর ফলে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার সুবিধা কোনো দল নিতে গেলে দু’বার ভাববে।' বলেছেন তিনি।