ব্রাদার্সের ক্রিকেটারদের টাকা দেবে বিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরে ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পরিশোধ করেনি ব্রাদার্স ইউনিয়ন। ক্রিকেটারদের পাওনা অর্থ ক্লাবটির হয়ে পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের বকেয়া ৪০ লক্ষ টাকা পরিশোধ করবে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) প্রধান কাজী এনাম। ব্রাদার্সের ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধের জন্য সিসিডিএমের পক্ষ থেকে বিসিবিকে অনুরোধ করা হয়েছে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।

কাজী এনাম বলেন, ' আমরা বিসিবিকে অনুরোধ করেছিলাম ব্রাদার্সের ক্রিকেটারদের বকেয়া থাকা পরিশোধ করতে। বিসিবি ৪০ লাখ থাকা দিচ্ছে ব্রাদার্সের হয়ে।'
প্রিমিয়ার লিগের প্লেয়ার্স বাই চয়েজ নিয়ম অনুযায়ী যেকোনো ক্লাবের ক্রিকেটারদের বকেয়া টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে বিসিবি। সেই নিয়মেই ব্রাদার্সের ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্লাবগুলোর সঙ্গে পারিশ্রমিক নিয়ে যেন ঝামেলায় জড়াতে না হয় ক্রিকেটারদের, এ জন্য প্রিমিয়ার লিগের প্লেয়ার্স বাই চয়েজ নিয়ম চালু করা হয়। প্রিমিয়ার লিগের গত পাঁচ-ছয় আসরে এই নিয়মে ক্রিকেটার দলে ভিড়িয়ে আসছে ক্লাবগুলো।