সত্তরের ঘরে ফিরলেন মেহেদী মারুফ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হয়েছে রাজশাহী বিভাগ। জবাবে ব্যাটিং করছে রংপুর বিভাগ।
সত্তরের ঘরে ফিরলেন মেহেদী মারুফঃ
১২ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর ১২৭ রানের জুটি গড়েন মেহেদী মারুফ এবং নাঈম ইসলাম। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। অবশ্য ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মারুফ। ৭৮ রানে ফিরে যান তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ ২০১/১০ (৭১.৪ ওভার)
(ফরহাদ ৬০, শান্ত ৩৪; রিশাদ ৫/৫০)
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ১৫২/৩ (৭৩.৪ ওভার)
(নাঈম ৫৪*, আরিফুল ১০*)

রাজশাহীর ইনিংসের বিবরণঃ-
লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেনি রাজশাহীর ব্যাটসম্যানরা। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার সাব্বির হোসেনের (৫) উইকেট হারায় তারা।
ব্যর্থ হয়েছে জুনায়েদ সিদ্দিকীও (৭)। ওপেনার সাব্বিরকে ফেরানোর পর অভিজ্ঞ এই ক্রিকেটারকেও রংপুরের অধিনায়ক সাজেদুল ইসলাম।
এরপর শুধুই রিশাদ হোসেনের চমক। এই লেগ স্পিনার একে একে তুলে নেন মিজানুর রহমান (২৪), নাজমুল হোসেন শান্ত (৩৪), সাব্বির রহমান (৮) ও সানজামুল ইসলামকে (১০)। দলীয় ১২৫ রানের মধ্যেই ছয় উইকেট হারায় রাজশাহী।
স্রোতের বিপরীতে একাই লড়াই চালিয়ে যান রাজশাহীর অধিনায়ক ফরহাদ হোসেন। তাঁর ব্যাটে আসে সর্বোচ্চ ৬০ রান। শেষের দিকে মোক্তার আলীর ব্যাটে আসে ১৬ রান।
রংপুরের হয়ে ৫০ রান খরচায় পাঁচ উইকেট নেন রিশাদ। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নেন অধিনায়ক সাজেদুল ইসলাম এবং সোহরাওয়ার্দি শুভ।