ইনিংস বড় করতে ব্যর্থ তুষার

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
ইনিংস বড় করতে ব্যর্থ তুষারঃ
মাত্র ১৬ রানে দুই উইকেট হারানো খুলনাকে পথ দেখাতে শুরু করেন এনামুল হক বিজয় এবং তুষার ইমরান। দুজন মিলে গড়েন ১৬৬ রানের জুটি। সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল। আটটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১৮৫ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

অপরপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন তুষার। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ব্যক্তিগত ৫৫ রানে তাইবুর রহমানের বলে শাকিল হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
দ্রুত উইকেট হারিয়ে বিপাকে খুলনাঃ
খুলনার ওপেনার রবিউল ইসলাম রবিকে (১০) ফিরিয়েছেন সুমন খান। এরপর তিন নম্বরে নামা মেহেদী হাসানকেও শূন্য রানে বোল্ড করেন সুমন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ২০৩/৩ (৬১ ওভার)
(এনামুল ১১২*, মিঠুন ২১*)
খুলনা বিভাগ একাদশঃ রবিউল ইসলাম রবি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আব্দুল হালিম ও রুবেল হোসেন।
ঢাকা বিভাগ একাদশঃ সাইফ হাসান, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, নাদিফ চৌধুরী (অধিনায়ক), তাইবুর রহমান, নাজমুল ইসলাম, জুবাইর হোসেন, জয়রাজ শেখ (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল ও সুমন খান।