যুব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২০ সালের ১৭ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে যুবাদের বিশ্বকাপের।
১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। আটটি ভেন্যুতে ২৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ড।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং জাপান। ‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নাইজেরিয়া। ‘ডি’ গ্রুপে আছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা।

বাংলাদেশ যুবাদের সবগুলো ম্যাচ পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারি, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে আকবর আলীর দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
বাংলাদেশ দলের গ্রুপ পর্বের সূচিঃ
১. বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে- ১৮ জানুয়ারি, ২০২০, পচেফস্ট্রুম।
২. বাংলাদেশ বনাম স্কটল্যান্ড- ২১ জানুয়ারি, ২০২০, পচেফস্ট্রুম।
৩. বাংলাদেশ বনাম পাকিস্তান- ২৪ জানুয়ারি, ২০২০, পচেফস্ট্রুম।