promotional_ad

ধর্মঘট ইস্যুতে নিজের অবস্থান জানালেন মাশরাফি

ছবি: বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রে??্জি করেসপন্ডেন্ট ||


১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছে বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে নিজেদের সম্পৃক্ত করবেন না দেশের ক্রিকেটাররা। চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের উপস্থিতিতে সোমবার বিকালে মিরপুর একাডেমি মাঠে এমন ঘোষণা দেন ক্রিকেটাররা।


৫০-৬০ জন ক্রিকেটার এদিন মিরপুরে উপস্থিত হলেও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেখা যায়নি। মাশরাফির অনুপস্থিতি স্বভাবতই অনেক পশ্নের জন্ম দিয়েছিল। এমন দিনে তাঁর না থাকা অবাক করেছিল অনেককেই। ঘটনার ১০ ঘণ্টা পর মাশরাফি নিজেই তাঁর না থাকার কারণ জানিয়েছেন, খোলাসা করেছেন সবকিছু।



promotional_ad

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাশরাফি জানিয়েছেন, ক্রিকেটারদের এই আন্দোলন সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে ক্রিকেটারদের প্রতিটি দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি। এমন আন্দোলনে থাকা না থাকার চেয়ে দাবি আদায় বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। মাশরাফির ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-


“অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।”


“ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।”



“মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।”


“তবে আমার ঊপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরী। আমি মাশরাফী বিন মোর্ত্তজা, ১১ দফা দাবি শান্তিপুর্ন ভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball